শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিন পরেই কালীপুজো। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বড়ো কালীপুজোগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নৈহাটির বড়মার কালীপুজো। সারা হয়েগেছে সমস্ত প্রস্তুতি। জানা গিয়েছে, কালীপুজোয় ঠিক রাত ১২টায় বড়মার পুজো শুরু হবে। তবে পুজোর প্রস্তুতি আগে থেকেই চলবে। রাত আড়াইটের সময় হবে অঞ্জলী। উপস্থিত ভক্তরা চাইলে সেসময় অঞ্জলী দিতে পারবেন। পুজো উপলক্ষ্যে বিশাল ভোগের আয়োজন করা হয়। প্রচুর মানুষ বড়মার ভোগ পাওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন। সাধারণ মানুষের কথা চিন্তা করেই ভোগের জন্য দু’টি ও সন্দেশ-প্রসাদ দেওয়ার জন্য দু’টি কাউন্টার থাকছে।
{link}
পুজো গ্রহণের জন্য ১৭ তারিখ থেকে তিনটি কাউন্টার খোলা থাকবে। ২০ তারিখ কালীপুজোর দিন চারটে কাউন্টার খোলা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। পুজোর দিনগুলিতে প্রচুর ভক্তসমাগম হয়। প্রতি বছরের মতো এবারও সিসিটিভি-সহ বহু স্বেচ্ছাসেবক থাকছে। বড় কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, “এবার তিনশোর বেশি স্বেচ্ছাসেবক থাকবেন মণ্ডপ- সহ এলাকায়। ৮০টির বেশি সিসি ক্যামেরায় নজরদারি চলবে। এছাড়াও গঙ্গার ঘাট, মন্দির ও নৈহাটি স্টেশন চত্বরে একটি করে এলইডি থাকবে।” সোমবার নৈহাটি রেল স্টেশন-সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ কর্তা ও নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।
{ads}