header banner

CV Ananada Bose: 'শহরে এবং রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে! আমি ফ্যাক্ট ফাইন্ড করব', আনন্দপুরে মন্তব্য রাজ্যপালের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অল্প কিছু সময় আগে একুস্থল পরিদর্শন করতে গেছেন রাজ্যের রাজ্যপাল। সমস্ত ঘটনা দেখে তিনি শিহরিত। আগুনে ঝলসে মৃত্যু একের পর এক শ্রমিকের। সেই আগুনে আরও ঘি পড়েছে যখন এত বড় আগুন লাগার ঘটনার পরও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে দেখা যায়নি ঘটনাস্থলে। বিরোধীরা সেই নিয়ে দেগেছে তোপ। যেখানে আগুন লেগে গিয়েছিল এদিন সেখানেই পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা এলাকা পরিদর্শনে করেন তিনি। তারপর বলেন, “অনেক জীবন শেষ হয়ে গিয়েছে। কোনও স্টেক হোল্ডার দায় এড়াতে পারে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আইন রক্ষক বাহিনী নিজের দায়িত্ব পালন করেনি। নজরদারি ছিল না। অগ্নি নির্বাপক ব্যবস্থা অনুপস্থিত ছিল। আমি চোখ বন্ধ করে থাকতে পারি না। এটা ক্রমাগত হতেই থাকবে সেটা বরদাস্ত করা যায় না। শহরে এবং রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। আমি ফ্যাক্ট ফাইন্ড করতে এসেছি।”

{link}

  তিনি আরও বলেন, “এটা খুব ভয়ংকর দৃশ্য। মানুষের মূল্যবান জীবন চলে গেল। আগুন লাগার সময়ে এবং পরে কিছু স্টেপ নিতে হত, যেটা এখানে নেওয়া হয়নি। প্রশাসন এবং এই গোডাউনের মালিকপক্ষের সবার সমান দায় আছে। আইনের সঠিক প্রয়োগ করে কড়া নজরদারি করে, অগ্নি সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার প্রয়োজন ছিল। এখানে খামতি ছিল। এখানে এটা প্রথম নয়। দুর্ঘটনা নয়, মানুষের ভুল। রাজ্যপাল হিসেবে একটি অ্যাডভাইজারি আমি খুব দ্রুত আমি আনব। সবার চোখ কান খোলা রাখতে হবে। “সফট স্টেট” হতে দেওয়া যাবে না। যেখানে নিয়মের পালন হয় না।” তিনি এও বলেন, “আমি কাউকে দোষ দিচ্ছিনা, কিন্তু প্রশাসনের খামতি ছিল, নয়তো এই ধরনের ঘটনা বারবার হয় না।” বেশ বোঝাই যাচ্ছে রাজ্যপাল প্রবল ক্ষুব্ধ রাজ্যের ব্যবস্থার বিরুদ্ধে।

{ads}

Anandapur Fire Case Anandapur Fire Bengali News Governor Governor CV Ananda Bose Kolkata সংবাদ রাজ্যপাল আনন্দ বোস সুজিত বসু আনন্দপুর অগ্নিকাণ্ড

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article