header banner

Bengaluru : মানবিকতার এক নজির তৈরী করলেন চোর অশোক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  'চোর' শব্দটার সঙ্গে অপরাধ বিশেষণটা চলে আসে। কিন্তু রবিনহুড (Robin Hood) বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra ) ভাবনী পাঠক কি সত্যিই অপরাধী ছিলেন? এমনি প্রশ্নের মুখোমুখি আবার আমরা দাঁড়ালাম। ঘটনা হলো পেটের টানে চুরিকে পেশা হিসেবে বেছে নিলেও এক ক্যানসার (Cancer) আক্রান্তের চিকিৎসায় নিজের সর্বস্ব বিলিয়ে দিলেন তিনি। একজন অপরাধীর এমন মানবিক পদক্ষেপ মন কেড়ে নিল নেটিজেনদের।

{link}

একটা সময়ে পেটের টানে চুরির (theft) পথে নেমেছিলেন অশোক ওরফে এপ্পল। এর পর সেটাকেই কার্যত পেশা হিসেবে বেছে নেয় সে। দিনে ফল বিক্রেতা ও রাতে চুরি এই ছিল তাঁর কারবার শহরের দামি কেটিএম (KTM) ও পালসারের (Pulsar) মতো বাইককে নিশানা করত সে। তবে চুরির পথে নামলেও মানবিকতা হারিয়ে ফেলেনি অশোক। মানবিকতার এক বিরাট নজির তৈরী করলেন চোর অশোক। তদন্ত করে পুলিশ জানতে পারে, সম্প্রতি অশোক ও তাঁর সঙ্গী সতীশ বেঙ্গালুরুর (Bengaluru) এক বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়রের বাইক চুরি করেন। সেই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার পিছনে রয়েছে দাগি চোর অশোক।

{link}

তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫টি মামলা রয়েছে পুলিশের খাতায়। এমনকী অন্য একটি মামলায় জেলবন্দী ছিল এই ব্যক্তি। এক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে সে। তাঁকে পাকড়াও করার পর চুরির মালের সন্ধানে নামে পুলিশ। জানা যায়, অশোকের স্ত্রীর তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর অশোককে আশ্রয় দিয়েছিল তাঁর এক বন্ধু। সেই বন্ধুর স্ত্রী বর্তমানে ক্যানসার আক্রান্ত। বিপদের দিনে পাশে দাঁড়ানো বন্ধুর পাশে দাঁড়াতে ভোলেনি অভিযুক্ত চোর। স্তন ক্যানসারে আক্রান্ত বন্ধুর স্ত্রীর চিকিৎসায় নিজের সর্বস্ব বন্ধুকে দিয়ে দিয়েছেন তিনি। তবে আইনের চোখে তিনি অপরাধী (criminal)। তাই এখন আবার অশোক জেলবন্দি।

{ads}

News Breaking News Bengaluru Robin Hood Bankim Chandra Cancer Netizens theft KTM Pulsar Police criminal সংবাদ

Last Updated :