header banner

Uttar Pradesh : চুরি করতে এসে ঘুম! ধরা পড়ল চোর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করার পর ঘুমিয়ে পড়ল চোর! ঝোলায় টাকা, গয়না এবং অন্য মালপত্তার ভরেও পালানো হল না বেচারার। এরপর যা হওয়ার ছিল ঠিক তেমনটাই হল। ঘুমন্ত চোর ধরা পড়ে গেলেন। গ্রেপ্তার করল পুলিশ। কাজের’ মাঝপথে নিদ্রা যাওয়া চোরের কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর শহরে (Kanpur)। নাজিরবাদ থানা এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকেছিল অভিযুক্ত ব্যক্তি।

{link}

আলমারির লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ঝোলায় ভরে পাশের একটি বাড়িতে ঢোকে সে। সেই বাড়িতেও গয়না, টাকাকড়ি হাতসাফাই করে। এরপরেই গোলমাল হয়ে যায়। ফাঁকা বিছানা পেয়ে শুয়ে পড়ে চোর। কখন যেন অঘোরে ঘুমিয়েও পড়ে। সেই ঘুম ভাঙে গৃহস্থের কাছে ধরার পড়ার পর। ভোরে ঘুমন্ত অবস্থায় চোর বাবাজিকে দেখেন বাড়ির মালিক অনিল।

{link}

নিজের বাড়ির বিছানায় অচেনা এক ব্যক্তিকে শুয়ে তাকতে দেখে প্রথমটায় হকচকিয়ে যান তিনি। কিছুক্ষণ পরে বুঝতে পারেন, রাতে তাঁদের বাড়িতে চোর ঢুকে পড়েছিল। বোঝা মাত্র চিল চিৎকারে বাড়ির সকলকে ডাকেন তিনি। এরপর চোরের ঝোলায় তল্লাশি চালাতেই বেরিয়ে ওই বাড়ির খোয়া যাওয়া টাকা-গয়না ইত্যাদি।

{ads}

 

News Breaking News Uttar Pradesh Kanpur সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article