header banner

কল্যাণ ঘোষের বিরুদ্ধে, 'চিটিংবাজ, চোর' লিখে ডোমজুড়ে পোস্টার, চাঞ্চল্য

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের হাওড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বুধবার সকালে ডোমজুড়ের শলপ বাজার এলাকায় স্থানীয় তৃণমূল বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে একাধিক নীল সাদা ব্যানার দেখা যায়। ওই ব্যানারে কল্যাণ ঘোষকে সরাসরি চোর, ধান্দাবাজ, চিটিংবাজ এবং তোলাবাজ বলে অভিযোগ করা হয়েছে। ব্যানারের নিচে উল্লেখ রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরই। একই ধরনের ব্যানার দেখা যায় ডোমজুড়ের ডাসি এলাকাতেও।

{link}
বিষয়টি প্রথমে চোখে পড়ে স্থানীয় এলাকাবাসীদের। তারপর তা জানানি হতেই শুরু হয় জল্পনা। পোস্টারের খবর গিয়ে পৌঁছায় তৃণমূলের নেতৃত্বদের কাছেও। বিষয়টি সম্পর্কে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ সম্পূর্নভাবেই বিরোধী দলের চক্রান্ত। কিছু লোক আগে তৃণমূলের পতাকার আড়ালে বিজেপির হয়ে কাজ করত, তারা সকলেই একুশে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির দলে যোগদান করেছে। একুশে তৃণমূলের জয়ের পর তাদের গাত্রদাহ হয়েছে, সেই থেকেই এহেন কাজকর্ম করছে তারা। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তবে রাজনৈতিক কোন্দল যে হাওড়ার বিশেষ করে এই ডোমজুড়ের অংশে তৃণমূলের মধ্যে এখনও অব্যাহত, তা কার্যত স্পষ্ট। 
{ads}

news politics Howrah Domjur Kalyan Ghosh West Bengal সংবাদ

Last Updated :