নিজস্ব সংবাদদাতা: এবার টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম রয়েছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। সকলে এমনটাই জানেন, এমন খবরই উঠে এসেছে একাধিক প্রতিবেদনেও। কিন্তু টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম থাকার সুজন চক্রবর্তী আর সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মধ্যে রয়েছে অনেক তফাৎ। এ সুজনও সুজন তবে, এই সুজন চক্রবর্তী হলেন হাবরার বাসিন্দা মধ্যবিত্ত ঘরের ছেলে সুজন চক্রবর্তী। তিনি সুজন চক্রবর্তী, তবে কমরেড নন।
{link}
টেট কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়ে সংবাদ মাধ্যমের চর্চার বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নাম। তার উপর টেট উত্তীর্ণদের তালিকায় নাম উঠে এসেছে আরও কিছু খ্যাতনামা নেতা মন্ত্রীর। তার মধ্যেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ সহ একাধিক নাম। আর তা জেনেই এবার নাম বিভ্রাটের গ্যাঁড়াকলে পড়লেন হাবরার কামারথুবার বাসিন্দা সুজন চক্রবর্তী। গত দুদিন ধরে দিনে রাতে যখন তখন আসছে ফোন। দিনে পঞ্চাশ থেকে ৬০টি করে ফোন আসছে গত কয়েকদিনে। এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছে গোটা পরিবার। এখন রীতিমতো সাধারন মানুষদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছেন পেশায় সহযোগি শিক্ষক এই সুজন চক্রবর্তী। অনেকেই এখন তাকে ভাবছেন তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তার নামই টেট তালিকায় রয়েছে। ইতিমধ্যে বহু সাংবাদিকের ফোন এসেছে। শিক্ষা দপ্তরের থেকেও বিষয়টি নিশ্চিত করার জন্য ফোন করা হয়েছিল বলে জানান সুজন বাবু। গত কয়েকদিনে সাধারণ জীবন অনেকটাই বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এই নাম বিভ্রাটের কারণে। এখন কি করবেন বুঝে উঠতে না পেরে সংবাদমাধ্যমের সামনেই দ্বারস্থ হয়েছেন বিষয়টি খোলসা করে তাকে আর যাতে বিরক্ত না করা হয়, সেই আবেদন নিয়ে। নাম নিয়েও যদি এতো জ্বালা হয়, মেনে নেওয়া যায় কি!
{ads}