header banner

Mamata Banerjee : এবার আরো কঠোর মমতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূলের পরিষদীয় বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দলের নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক নয়, দলের শেষ কথা তিনিই বলবেন। এবার তিনি মন্ত্রীদের উপর চাপিয়ে দিলেন বেশ কিছু নির্দেশিকা। আগামী ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে তিনি এখন অনেক কঠোর। তাই বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়ে খোঁজখবর করতে শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

{link}

একাধিক দফতরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে বৈঠকও করেছেন। যে সব দফতরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত শেষ করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর প্রতি সপ্তাহে কাজের হিসেব দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। প্রতি সপ্তাহে একবার করে মন্ত্রীদের রিপোর্ট জমা করতে হবে যে কাজ কতদূর এগোলো। কয়েকটি দপ্তরের রিপোর্ট তিনি সরাসরি নিজে চেয়েছেন। । এই দফতরগুলির তালিকায় আছে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, কৃষি, সেচ ও জলসম্পদ, পরিবহণ, স্বাস্থ্য–সহ আরও বেশ কয়েকটি। সরাসরি সাধারণ মানুষ এই দফতরগুলির সঙ্গে যোগাযোগ রাখে।

{link}

সোমবার বিধানসভার অধিবেশনের পর মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যসচিব মনোজ পন্থের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে প্রত্যেক সোমবারই বৈঠক হবে।

{ads}

News Breaking News West Bengal CM Mamata Banerjee Politics TMC Politician সংবাদ

Last Updated :