header banner

এবার ডালখোলা স্টেশনের কাছে, পুনরায় পাথরের আক্রমনে কাঁচ ভাঙল বন্দে ভারতের

article banner

নিজস্ব সংবাদদাতা: আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ে আক্রমণ। যার ফলে পুনরায় ট্রেনের জানালার কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান ভারতের আধুনিকতম ট্রেনটির। এবারের ঘটনাটি ঘটেছে ডালখোলা স্টেশনের কাছে। ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া স্টেশন বন্দে ভারতের সি-সিক্স কামরায় জানালার কাঁচ পাথরের আঘাতে ভেঙে যায়। ঘটনার কারনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সেই কারনে যাত্রীরা ট্রেনেই এফআইআর লঞ্চ করলেন। শুক্রবার বিকেল প্রায় চারটে ২৫ মিনিট নাগাদ ডালখোলা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন এই ট্রেনে পাথর ছোঁড়া বন্ধ হয়ে যাওয়ার ফলে কিছুটা স্বস্তিতে ফিরেছিল যাত্রীরা। কিন্তু পুনরায় এই ঘটনা ঘটায় আতঙ্ক আবারও ফিরছে যাত্রীদের মধ্যে। রাতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালে যাত্রীরাই জানিয়েছেন সেই কথা। বাস্তবিকভাবেই এই ঘটনার কারনে পুনরায় চিন্তায় পড়েছে রেল কতৃপক্ষও। 

{ads}

news Vande Bharat Stone attack West Bengal সংবাদ

Last Updated :