header banner

Holi : এবার দোল উৎসবে ভেষজ আবীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সামনেই রঙের উৎসব দোল উৎসব । আর তাই গোটা দেশবাসী মেতে উঠবে বিভিন্ন রং ও  আবির খেলায় । তবে বাজারে আর পাঁচটা যা আবির বিক্রি হয় তাতে স্বাস্থ্যের কতটা উন্নতি হয় জানা নেই ,অবনতিই বেশি হয় বলে ধারণা সাধারণ মানুষের । তাই বর্তমানে রং থেকে বিরত থাকেন দেশবাসী।

{link}

তবে এবার আর বিরত থাকার কারণ নেই। কারণ প্রতিবছরের মতো এবছরও নদীয়ার শান্তিপুরের পরিবেশপ্রেমী শৈলেন চৌধুরী প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে ফেলেছেন বিপুল পরিমাণ ভেষজ আবীর। আর যার বাজারে চাহিদা প্রচুর ।তবে দীর্ঘ একমাস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই আবির প্রস্তুত করতে হয় বলেই জানান শৈলেন বাবু। এ বছর লাল ,হলুদ ,নীল, সবুজ চারটি রংয়ের ভেষজ আবির তৈরি করেছে শৈলেন বাবু । তবে একেবারেই বাড়ির মহিলাদের কে কাজে লাগিয়ে ।যদি  সরকারিভাবে সাহায্য পাওয়া যায় তাহলে কর্মসংস্থানের মাধ্যমে ভেষজ আবিরের প্রোডাকশন ,আরও বাড়াতে পারবে বলেই আশাবাদী শৈলেন বাবু।

{link}

অপরদিকে গৃহিণীরা জানাচ্ছেন, সারাদিন সংসারের সমস্ত কাজ মিটিয়ে ফাঁকা সময়ে ,এই আবির তৈরিতে তারা কাজ করেন। মেলে কিছু পারিশ্রমিকও। ১০০ গ্রামে ৩ টাকা করে মজুরি পান প্রত্যেক মহিলারা ।আর এই আবির পাইকারি এবং খুচরা দুটি ভাবেই বিক্রয় করছেন শৈলেন বাবু ।যদিও পাইকারি দর ২৫ টাকা প্রতি প্যাকেট এবং খুচরা দর ৩০ টাকা প্রতি প্যাকেট বিক্রি করছেন শৈলেন বাবু। ইতিমধ্যে বিভিন্ন বাজার এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার চলে এসেছে শৈলেন বাবুর কাছে।  এ বছর শৈলেন বাবু দেড় কুইন্টাল ভেষজ আবীর তৈরি করেছেন ।আর এ বছরের আবিরে উপকরণ হিসেবে রয়েছে পুঁইমুচুরি, কাঁচা হলুদ ,সিমের পাতা, বিট ভুট্টার গুড়ো ,এবং অন্যান্য উপকরণ। তবে  এই আবির মেখে ত্বকের কোন ক্ষতি হবে না বলে ,একশ শতাংশ আশাবাদী শৈলেন বাবু। 

{ads}

News Holi Nadia West Bengal Colour সংবাদ

Last Updated :