header banner

বিরল দৃশ্য, সুন্দরবনে মাথা মুড়িয়ে চন্দ্রকান্ত সাধুর শ্রাদ্ধানুষ্ঠান করলেন হাজার ভক্ত

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: "সোঁদা মাটি আর নোনা জলে" জঙ্গলে ঘেরা সুন্দরবন। গোটা বিশ্বে জীব বৈচিত্রের এক অনবদ্য ভূমিকা পালন করে আসছে এই বনাঞ্চল। আর এই সব কিছুর সাথে সাথে মিশে ধীরে ধীরে সুন্দরবনে গড়ে উঠেছে জনজীবন। প্রাকৃতিক দূর্যোগ আর বাঘ-কুমিরের সাথে লড়াই করতে করতে আজও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সুন্দরবনের মানুষ। দক্ষিন ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালির প্রজাঘেরী গ্রামের জনবসতি গড়ে ওঠার সময় কালে বাংলাদেশ থেকে আগত চন্দ্রকান্ত সাধু এই গ্রামের সূচনা লগ্ন থেকে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এলাকার হাজার হাজার মানুষ ওনার অনুগত হন। তিনি দীর্ঘ সময় ধরে  মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। কখনো অনাহারে থাকা মানুষদের খাবারের ব্যবস্থা করা আবার কখনো গ্রামের গরীব পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করা।

{link}

সুন্দরবনের ঐতিহ্য প্রজাঘেরী গ্রামে চড়ক মেলার সূচনাও করেন তিনি। পাশাপাশি দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী  পুজো, শিব পুজোর জন্যও মন্দির প্রতিষ্ঠা করেন। এলাকার মানুষের কাছে চন্দ্রকান্ত সাধু একজন আধ্যাত্মিক জগতের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। ধীরে ধীরে  ভক্তের সংখ্যাও বাড়তে থাকে। সেই সাথে তিনি এলাকার বহু মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের পথ দেখান । গত ১৬ এপ্রিল চন্দ্রকান্ত সাধুর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গ্রামের মানুষজনের মধ্যে। বুধবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন ভক্তরা। প্রায় এক হাজারের বেশি ভক্ত মাথার চুল কেটে ফেলে শ্রদ্ধানুষ্ঠানে যোগদান করেন। সাধারণত এমন বিরল দৃশ্য খুব কম দেখা যায়। যার সাক্ষী থাকলো এই ছোট্ট দ্বীপ। শুধু এলাকার ভক্তবৃন্দ নয় এদিন এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিভিন্ন জেলা তথা ভিন রাজ্য থেকে তাঁর প্রচুর ভক্ত ।

{ads}

news Sundarbans South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :