header banner

সুদর্শন আতশবাজি প্রদর্শনীতে হাজার হাজার মানুষের ঢল শান্তিপুরের স্টীমার ঘাটে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: দীপাবলি উপলক্ষে সুদর্শন আতশবাজি প্রদর্শনি। আতশবাজি প্রদর্শনি দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল। শুক্রবার রাতে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট যুব সংঘের পরিচালনায় এই আতশবাজি প্রদর্শনির আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন রকমারি আতশবাজি দিয়ে প্রদর্শন করা হয়। যা এককথায় কার্যত ছিল একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো। বাজিগুলির মধ্যে বিশেষভাবে চোখ টেনেছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও ভাগীরথী নদীতে চলন্ত হাঁস আতশবাজি। এছাড়াও বিভিন্ন রংবেরঙের তুবড়ি বাজির প্রদর্শন হয়। 

{link}
স্থানীয় সূত্রে খবর, গোটা ১৬ নম্বর ওয়ার্ড সহ শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শন দেখার জন্য ভিড় জমায়। তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল ক্লাবের পক্ষ থেকে। যাতে এই আতশবাজি প্রদর্শনীতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখছিল ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এ বছর প্রথম এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করেছেন তারা। তাদের ইচ্ছে প্রত্যেক বছরই এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করবেন, কারণ বছরের প্রথমদিনেই গোটা ১৬ নম্বর ওয়ার্ডের স্টীমারঘাট এলাকার মানুষের মন জয় করেছে এই আতশবাজি প্রদর্শনি। এই আতশবাজি প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ তার অনুগামীরা।
{ads}

news Nadia fireworks Kalipuja West Bengal সংবাদ

Last Updated :