header banner

Uluberia: আগুনে দগ্ধ হয়ে বাড়ির মধ্যেই মৃত্যু হয়েছে তিন শিশুর

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কালীপুজো শেষ হয়েছে। আর পরের দিনই আগুনে পুড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের তিনজন শিশুর। এই ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। আগুনে দগ্ধ হয়ে বাড়ির মধ্যেই মৃত্যু হয়েছে তিন শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বাজি থেকে ছিটকে যাওয়া আগুনে এত ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যে গোটা বাড়িটাই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।

{link}

আগুন লেগেছে বুঝতে পেরেও বেরতে পারেনি কেউ। কিন্তু প্রশ্ন উঠেছে কেন তারা বের হতে পারলো না? পুলিশ তদন্তে একাধীক প্রশ্ন উঠে এসেছে। আজ সকালে বাড়ির সামনে একাধিক পরিত্যক্ত জিনিস দেখে নানা গুঞ্জন তৈরী হয়েছে।বাড়ির সামনে পড়ে রয়েছে শিশুদের ব্যবহারের জিনিস সহ অনেক কিছুই। তার মধ্যেই রয়েছে একটি বোতল, যার মধ্যে ‘কাটা তেল’ তথা পেট্রোল রয়েছে বলে অভিযোগ। খোঁজ নিয়ে জানা গিয়েছে, যে বাড়িতে ওই ঘটনা ঘটে, ওই বাড়িতেই রয়েছে একটি দোকান। মুদি দোকান হলেও সেই দোকানে বিক্রি হয় কাটা তেল অর্থাৎ বোতলে ভরে ডিজেল বা পেট্রোল বিক্রি করা হয় বলে অভিযোগ।

{link}

স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে তাদের দু'নম্বরি কাটা তেলের ব্যবসা নিয়ে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় মৃত্যু হয়েছে তানিয়া মিস্ত্রি (১১), ইশান ধারা (৩) এবং মমতাজ খাতুনের (৫)। এখন নানা জটিল প্রশ্নের উত্তর খুঁজে চলেছে পুলিশ।

{ads}

news breaking news fire case Uluberia Kolkata West Bengal সংবাদ

Last Updated :