শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস - যুদ্ধের ময়দানে সকলেই সরব। একদিকে যেমন গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেই ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি ও কংগ্রেস। ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ধরে রাজধানী শাসন করেছ কংগ্রেস।
{link}
অন্যদিকে বিজেপি ২৫ বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে আশাবাদী। বিজেপি কি দিল্লি দখল করবে? প্রশ্ন নানা মহলের। ভোট শুরু হতেই শুরু তৎপরতা। সকলেই লড়াইয়ের ময়দানে যুদ্ধ করে চলেছে।
{link}
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রার্থী অতিশি ভোট দিলেন। তিনি বলেন, “এটা শুধু নির্বাচন নয়, ধর্মযুদ্ধ। ভাল এবং খারাপের মধ্যে যুদ্ধ।”দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
{ads}