header banner

Kashmir : ভাগ্যের জোরে বেঁচে গেলেন পূর্ব বর্ধমানের তিন পর্যটক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মিরাকেল আজও ঘটে। সেই মিরাকেলের জোরেই বেঁচে গেলেন পূর্ব বর্ধমানের তিনজন পর্যটক। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বর্ধমান থেকে কাশ্মীর পাড়ি দিয়েছিল একদল পর্যটক, যার মধ্যে ছিলেন বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তিনজন বাসিন্দাও। ১৪ এপ্রিল তাঁরা বর্ধমান থেকে কাশ্মীরের (Kashmir) উদ্দেশ্যে রওনা দেন।

{link}

ভূস্বর্গের মনমাতানো রূপে মেতে উঠেছিলেন তাঁরা। ঘুরে দেখছিলেন শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাঁও! অল্পের জন্যই বরাতজোড়ে বেঁচে গেলেন বর্ধমানের পর্যটকেরা। যেদিন জঙ্গি হামলা হয়, সেদিন পহেলগাঁওয়েই ছিলেন। একেই হয়তো বলে ভাগ্য! হামলার ঠিক কিছু ক্ষণ আগেই  পহেলগাঁও ছেড়ে শ্রীনগরের দিকে রওনা দেন। পথেই তাঁরা জানতে পারেন হামলার কথা। সেই থেকেই তাঁরা শ্রীনগরে (Srinagar) আটকে পড়েছেন। বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাভেল সাহা ফোনে বলেন, ” হোটেলে আটকে রয়েছি। দোকান হাট সব বন্ধ। ভাড়াও প্রচুর বেড়েছে। জানিনা কীভাবে ফিরব।

{link}

যে ঘটনা ঘটেছে, সেটা খুবই ভয়াবহ।” তিনি আরও জানান, বর্তমানে শ্রীনগরের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ও আতঙ্কজনক। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বিখ্যাত ডাল লেক (Dal Lake) এলাকাও ফাঁকা, যা দেখে আতঙ্ক আরও বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার ফলে পর্যটকদের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিবারের লোকজনও চিন্তায় রয়েছেন তাঁদের নিরাপত্তা নিয়ে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ২৫ নম্বর ওয়ার্ডের পর্যটকদের বাড়ি গিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

{ads}

News Breaking news Kashmir Pahalgam সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article