header banner

পূর্ব বর্ধমানের কালনায় বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারের তিন মহিলা

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: বিষ খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন মহিলা। বৃহস্পতিবার বর্ধমান শহরের কালনা রোড পীর পুকুর এলাকায় চৌধুরী বাড়ি থেকে মা ও দুই মেয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এক সঙ্গে তিন জনের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, ছোটো মেয়ে শঙ্খমিতা চৌধুরী (৩৪) মা মৃণালিনী চৌধুরী (৭০বছর) ,আর এক মেয়ে বন্দিতা চৌধুরী (৪০বছর) আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডি এস পি হেডকোয়ার্টার, এবং অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় ,সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

{link}
সূত্রের খবর, এদিন পরিচারিকা বাড়িতে কাজ করতে এসে সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয়রা এসে দরজা খুলতে পারলে পুলিশ এসে দরজা খুলে ভিতরে তিনটি দেহ দেখতে পায়। টেবিলে বিষের শিশি পড়ে থাকা দেখতে পেয়েই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনজনেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। খুব ভায়োলেন্ট কোন কিছুর চিহ্ন নেই বলে জানানো হয়েছে পুলিশের তরফে। কালনা রোডের পীর পুকুরে বিশাল এলাকা জুড়ে এই চৌধুরী বাড়ি। সেই বাড়ির এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা সকলেই হতবাক।
{ads}

news Kalna West Burdwan suicide West Bengal সংবাদ

Last Updated :