header banner

Purulia : পুরুলিয়ায় ট্রেনলাইনে তিন মহিলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একই পরিবারের তিনজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে সুইয়া রেললাইনের উপর থেকে। এই তিনটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল পুরুলিয়ার সুইসায়। দুই নাবালিকা ও এক প্রাপ্তবয়স্ক মহিলার দেহ উদ্ধার করেছিল পুরুলিয়া (Purulia) জিআরপি। অবশেষে জানা গেল তাঁদের পরিচয়।

{link}

মৃতদের নাম, কাজল মাছুয়া (২৫), রাখি মাছুয়া (৮) ও রাধা (১২)। কাজল ও রাখি সম্পর্কে মা-মেয়ে। অন্যদিকে রাধা কাজলের বোন। তিনজন মোবাইল সারাতে বেরিয়েছিলেন। ভোররাতে রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। কাজলের মা জানান, গতকাল বিকেল নাগাদ তিনজন মোবাইল সারাতে বেরিয়েছিলেন, আর বাড়ি ফেরেননি। সকালে রেললাইন থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পান।

{link}

কাজলের স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন। গত দু’মাস ধরে মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন কাজল। প্রাথমিকভাবে খুন বলে মনে করছে পুলিশ। তদন্ত করে দেখছে জিআরপি। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুরুলিয়া জিআরপি ভোররাতে তিনটি মৃতদেহ উদ্ধার করেছিল। অবশেষে সামনে এল তাঁদের নাম, পরিচয়। প্রাথমিকভাবে খুন বলে মনে করছে পুলিশ। তদন্তে কী উঠে আসে এবার সেটাই দেখার।

{ads}

 

News Breaking News Purulia Train Accident সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article