header banner

Sundarbans : সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেকদিন পড়ে আবার খুশির সংবাদ। সুন্দরবনে (Sundarbans) বেড়ে বাঘের সংখ্যা। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর। সর্বশেষ বাঘ সুমারিতে বাঘ ছিল ১০১ টি। তবে সম্প্রতি শেষ হওয়া বাঘসুমারিতে ব্যবহার করা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে এই কথা জানা গিয়েছে।

{link}

সুন্দরবনে বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির প্রধান ফিল্ড অফিসার অনিল মিস্ত্রির আবার ধারণা অন্তত ২০ টি বাঘ বেড়েছে। যা অন্তত শুভ খবর। তবে বনদফতর সূত্রে খবর অন্তত ৬-৭টি বাঘ বেড়েছে। ভারতীয় সুন্দরবন অংশকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ মনে করছে।

{link}

ফলে এই বাঘ বাড়ছে। গণনার সময় এক বছরের কম শাবকদের গণনায় ধরা হয়না। এরকম শাবকের সংখ্যাও কম নয়। এক থেকে ৩ বছর বয়সী বাঘ রয়েছে ২০ শতাংশ। ফলে বাঘের এই সংখ্যা বৃদ্ধিতে খুশি সকলেই। শাবকগুলি বড় হলে আগামী এক থেকে দুই বছরে আরও বাঘ বাড়বে।

{ads}

News Breaking News Sundarbans Tiger সংবাদ

Last Updated :