header banner

Kultali : কুলতলিতে ফের বাঘের আতঙ্ক!  

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন (Sundarbans) সংলগ্ন অঞ্চলের মানুষের বাস বাঘ আর কুমিরের সঙ্গে। কুমির থাকে নদী ও খাড়িতে। কিন্তু বাঘ যে জঙ্গলে। সে মাঝে মাঝেই ঢুকে পড়ে লোকালয়ে। তৈরী হয় মানুষের মধ্যে আতঙ্ক। কুলতলিতে (Kultali) ফের বাঘের আতঙ্ক!  বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে।

{link}

মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতের ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়।  খবর দেওয়া হয় বনদফতরের ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত তিনটি খাঁচা পাতা হয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি।গতবার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণরায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান।

{link}

এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরের। খবর পেয়েই জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বনদফতরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরতে নিষেধ করেছে পুলিশ।স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তাঁর কাছ বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দফতরকে। রাতেই ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। গিয়েছিল পুলিশও। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের। তবে এখনও দেখা মেলেনি।

News Breaking News Kultali Sundarbans Tiger সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article