header banner

Puri : ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, বন্ধ থাকছে পুরীর মন্দিরের দরজা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পুণ্যার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বন্ধ থাকছে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) দরজা। আগামী সোমবার, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে যারা এখন পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়েছেন, তারা চরম বিপাকে পড়ছেন। তবে কেন হঠাৎ বন্ধ পুরীর জগন্নাথ মন্দির? বহু দশক পর খুলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। চলছে রত্ন ভাণ্ডারের সমীক্ষা।

{link}

এবার রত্ন ভাণ্ডারের টেকনিক্যাল সমীক্ষার জন্যই সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার, ২১ সেপ্টেম্বর থেকেই বন্ধ মন্দির। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সমীক্ষা চলবে। ততদিন ভক্তরা মন্দিরে যেতে পারবেন না। সরকারের তরফেই কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে রত্ন ভাণ্ডারের সমীক্ষা চলাকালীন যেন সাধারণ মানুষ মন্দিরে না ঢোকেন। সেই কারণেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত। তবে সর্বক্ষণই যে মন্দির বন্ধ থাকছে, এমন নয়। শুধু সমীক্ষার সময়টুকুই মন্দির বন্ধ রাখা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জগন্নাথ মন্দির বন্ধ থাকবে।

{link}

রত্ন ভাণ্ডার পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) বিশ্বনাথ রথ জানান, টেকনিক্যাল সমীক্ষার জন্য সাময়িকভাবে মন্দির বন্ধ রাখা হচ্ছে। হায়দ্রাবাদ (Hyderabad) এনজিআরআই থেকে বিশেষ মেশিন ও র‌্যাডার আনা হয়েছে। রত্ন ভাণ্ডারের ভিতর ও বাইরের অংশের জিপিএস সমীক্ষা করা হবে। জানা গিয়েছে, পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-র ডিরেক্টর জেনারেলকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল যে দ্রুত যেন রত্ন ভাণ্ডার সমীক্ষার কাজ শেষ করা হয়, কারণ সামনেই কার্তিক মাস। জগন্নাথ দেবের পুজো উপলক্ষে ভক্তদের ভিড় বাড়বে। তখন সমীক্ষা হলে, সমস্যা হবে দুই পক্ষেরই।

{ads}

News Breaking News Puri Jagannath Temple Hyderabad Odisha সংবাদ

Last Updated :