header banner

আজ শ্রীশ্রী মা সারদার ১৭০ তম জন্মতিথি, দর্শনার্থীদের সমাগমে বেলুড় মঠে উৎসবের সুর

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আজ ১৫ ই ডিসেম্বর, শ্রী শ্রী মা সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। আর এই উপলক্ষেই সেজে উঠেছে বেলুড় মঠ। প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোর বেলা থেকেই মা সারদার জন্ম তিথি উৎসব পালন শুরু হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় ভোর ৪.৪৫ মিনিটে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে। এরপর হয় স্তব গান, বেদ পাঠ, ভজন এবং বিশেষ পূজা ও হোম। 

{link}
সকাল আটটা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। কথা পাঠ, ভক্তিগীতি, গীতিনাট্য, ভজন ইত্যাদি। সকাল ১১ টা থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। দুপুর তিনটেয় শুরু হবে ধর্মসভা। ধর্ম সভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ হবে এবারের মত মায়ের জন্ম তিথি উৎসব। করোনা বিধি নিষেধ শেষে সকলের জন্য মঠ উন্মুক্ত করে দেওয়ার পর এবারে মঠে ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকেই অগণিত দর্শক এবং ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। পুণ্যলাভের আশায় বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে এসেছেন বেলুড় মঠ প্রাঙ্গনে। ত্রিপুরা তে বাড়ি হলেও কর্মসূত্রে মুম্বাইয়ে থাকা নিবেদিতা চৌধুরী আজকের দিনে চার বছর পর এসেছেন মঠে। তিনি জানান, মায়ের জন্মদিন ঠিক যেভাবে নিজের মায়ের পালন করি, সেইভাবেই করছি। মঠ প্রাঙ্গনে আজকের দিনে যতটা এনার্জি পাওয়া যায়, তা সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মায়ের জন্য এগলেস কেকও এনেছেন তিনি। সত্যি, মা… জগৎ সংসারের মা-ই বটে!  
{ads}

news Belur Math Ma Sarada Howrah West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article