header banner

North Bengal: বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে টলিপাড়া! ত্রান বিলি অভিনেতা দেব -এর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে  প্রবল ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের। ধস, বন্যা ও ব্রিজ ভেঙে বহু মানুষের মৃত্যু ঘটেছে। রাজনীতির  মানুষেরা অনেকেই পৌঁছে গেছেন  উত্তরবঙ্গে। দূরবৃত্তদের আক্রমনে মুখের হাড় ভেঙেছে বিজেপি সাংসদ খাগেন মুর্মুর। সেই পরিস্থিতিতেই টলিপাড়ায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যেই রুক্মিণী মৈত্র তাঁর নতুন ছবির টিজার লঞ্চ বাতিল করেন। আর এরপর দেবকে দেখা গেল বন্যা কবলিত মানুষদের জন্য ত্রানের ব্যবস্থা করতে। মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় দেব ত্রান বিতরণের বেশ কিছু ছবি ভাগ করে নেন। তবে দেব নিজে সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর প্রতিনিধিরাই তাঁর হয়ে ত্রাণ বিতরণ করেছেন। দেবের শেয়ার করা ছবিতে দেখা যায় একটি পোস্টার লাগানো, তাতে দেবের ছবি দেওয়া। তার পাশে লেখা, ‘উত্তরের বন্যায় দেব’। সামনে চাল, আলু, ডাল, সবজি সব রাখা। একাধিক ছবি ভাগ করে নিয়ে দেব ক্যাপশনে লেখেন, ‘উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।’

{link}

অন্যদিকে, এরপর পরই সমাজ মাধ্যমের পাতায় দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তও পোস্ট করেছেন। তাঁরা পোস্টে লিখেছেন, ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে, কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’

{ads}

North Bengal News Flood North Bengal Flood News Dev Entertainment Tollywood সংবাদ দেব উত্তরবঙ্গ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article