header banner

Uttarakhand : উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি, ৫ জনের মৃত্যু

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির ফলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে উত্তরাখন্ডের (Uttarakhand) বিস্তীর্ণ অংশে। এমনিতেই পাহাড়ি অঞ্চলের এক  ভয়ঙ্কর প্রাকৃতিক শত্রু হচ্ছে 'হড়পা বান'। প্রতি বছর এই বাণ বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। এবার বিপর্যস্ত হলো উত্তরকাশী। আর এই হড়পা বানেই ভেসে গেল হরশিলের একটি সেনা ছাউনি। ৯ জন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। এদিকে, হড়পা বানে এখনও পর্যন্ত ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

{link}

মেঘ ভাঙা বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ধারালি গ্রামে হড়পা বান আসে। হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে যার দূরত্ব মাত্র ৪ কিমি। হড়পা বান সেনা ছাউনিকেও ভাসিয়ে নিয়ে যায়। ওই সেনা ছাউনির ৯ জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই ধাক্কা সামনে বাকি জওয়ানরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তবে প্রশ্ন উঠেছে যে ওই অঞ্চলে হড়পা বাণ হতে পারে তা জানা ছিল। তাহলে কেন আগের থেকে সচেতন হলো না। 

{lin k}

রিলিফ অপারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে সবসময় প্রস্তুত জওয়ানরা। এটাই ভারতীয় সেনার প্রকৃত স্পিরিট। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।” গঙ্গোত্রী যাওয়ার পথে পুণ্যার্থীরা এই ধারালিতে আশ্রয় নেন। সেজন্য এখানে অনেক হোটেল, রেস্তরাঁ এবং হোম স্টে রয়েছে। উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আরকে সুধাংশু জানিয়েছেন, ৪০ থেকে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

{ads}

 

News Breaking News Uttarakhand সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article