header banner

Tourism: বছর শেষের মরশুমেও ভিড় নেই পর্যটকদের! উদ্বিগ্ন ব্যবসায়ীরা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ট্রেডিশন অনুযায়ী মধ্য ডিসেম্বর থেকেই উত্তরবঙ্গের ডুয়ার্স-এ সমস্ত হোটেল হোমস্টে লোকে লোকেরন্য থাকে। কিন্তু এবার প্রায় ফাঁকা। খুবই চিন্তিত। ডুয়ার্সের মূর্তির নিস্তব্ধ আরণ্যক সৌন্দর্য দিয়েই বরাবর পর্যটকদের আকর্ষণ করে! কাছেই গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি, টোটোপাড়া। মূর্তি নদী, জঙ্গল আর বন্যপ্রাণীর টানেই প্রতিবছর শীতের মরশুমে এখানে ভিড় জমান পর্যটকেরা। এই সময়টার দিকেই স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন তাকিয়ে থাকে।কিন্তু ভরা ডিসেম্বরে একেবারে অন্য ছবি ডুয়ার্সে। বড়দিনে পর্যটকদের ভিড় নেই মূর্তি-সহ আশপাশের পর্যটন এলাকাগুলোয়। আর সেটাই চিন্তার কারণ হয়ে উঠেছে সেখানকার ব্যবসায়ীদের। 

{link}

  তাঁদের কথায়, ডুয়ার্স-সহ বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিন আগেই ভয়াবহ বন্যা কবলে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে। যা নিয়ে পর্যটকদের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, বন্যার পর আগের মতো ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আদৌ ফিরে এসেছে কি না, তা নিয়েও একটা সংশয় পর্যটকদের মধ্যে আছে বলেও মত। এই দুই কারণেই এবার ডুয়ার্সে পর্যটক অনেকটাই কম বলেই দাবি। স্থানীয় এক ব্যবসায়ী গোপাল রায় আক্ষেপের সুরে বলেন, “এখনও সেভাবে লোকজন আসছে না।” তবে শিগগিরই মূর্তির এই মনখারাপ কাটবে বলেই আশা গোপালবাবুর।

{ads}

Dooars Tourism News Bengali News Dooars Tour West Bengal Tourism Travel and Tourism সংবাদ ভ্রমণ পর্যটন উত্তরবঙ্গ ডুয়ার্স খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article