header banner

সুন্দরবনে ফের জোড়া দক্ষিনরায়ের দর্শন পেয়ে বেজায় খুশি পর্যটকেরা

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: 'পায়ে পড়ি বাঘ মামা, করে দিও মোরে ক্ষমা, তুমি যে এখানে কে তা জানত', হীরক রাজার দেশের বিখ্যাত সিনে গুপি বাঘা বাঘ আছেন না জেনে এলেও, সুন্দরবনে মানুষ জেনে শুনেই বাঘ দেখতে আসেন।  শীতের মরশুমে সময় সুন্দরবন ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারফের। পর্যটকদের নিরাশ হয়ে ফিরতে হলো না সুন্দরবন থেকে। জোড়া বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কলকাতা থেকে সুন্দরবন বেড়াতে এসে একদল পর্যটক সোমবার সকালে এই জোড়া বাঘের দর্শন পান পিরখালির জঙ্গলে। বিগত বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যেই সুন্দরবনের জঙ্গলে বাঘের দর্শন পাচ্ছেন পর্যটকরা।

{link}
কখনও একটি বাঘ কখনও দু’টি বা তিনটি বাঘের দর্শনও পেয়েছেন তাঁরা। এ বার আবার জোড়া বাঘের দর্শন পেল পর্যটক দলটি। আর সেই বাঘের ছবি নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করলেন। সুন্দরবন ভ্রমণে এসে এ ভাবে বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকরা। এভাবেই ঘনঘন বাঘের দর্শন পাচ্ছে পর্যটকরা।বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলেও মনে করছেন বন দফতর। তবে শীত পড়তে এভাবে ঘন ঘন বাঘের দেখা মিললে এ বারের সুন্দরবনের মন টানবে কিন্তু অনেক পর্যটকদের বলে মনে করছেন। সুন্দরবন ট্যুরিজিয়াম পক্ষ থেকে। তবে বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনে বারেবারে বাঘ লোকালয়ে ‌যে ঢুকে পড়ছে তার জন্য কিন্তু সুন্দরবনের যে সমস্ত নদীমাতৃক এলাকা গুলি আছে।অর্থাৎ জঙ্গল ঘেঁষা গ্রামগুলিকে বারবার সচেতন করছেন। যাতে বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবন বাঁচলে মানুষ বাঁচবে। এ ভাবেই বিভিন্ন রকমের সচেতন মূলক বার্তা দিয়ে। সচেতন করছে সুন্দরবনবাসীকে।

{ads}

news Sundarbans Tiger West Bengal সংবাদ

Last Updated :