header banner

Vehicle Fine: ১ লক্ষ টাকা দামের স্কুটারে ২১ লক্ষ টাকা জরিমানা ট্রাফিক পুলিশের! অদ্ভুত ঘটনা উত্তরপ্রদেশে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জরিমানার অর্থ, স্কুটারের দামের থেকেও অনেক বেশি। এমন আজব ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মুজফফরনগর জেলায়৷ খবর প্রকাশ্যে উঠে আসার পরেই ঝড় উঠেছে নেটমাধ্যমে। জানা যাচ্ছে, পুলিশের জরিমানা করা ওই চালানের ছবি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, ওই স্কুটার চালককে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ৷ ভাবা যায়, এক দুই নয়, একধাক্কায় একেবারে কুড়ি লক্ষ টাকা। তবে, ভুল বশতই এই ধরনের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল। যদিও ওই চালানের ছবি ছড়িয়ে পড়তেই পুলিশের পক্ষ থেকে দ্রুত ভুল সংশোধন করে নেওয়া হয়৷

{link}

সূত্রের খবর, পরিবর্তনের পর নতুন করে ফের ৪ হাজার টাকা জরিমানা করা হয় স্কুটার চালককে৷ জানা গিয়েছে, গত মঙ্গলবার আনমল সিংঘল নামে ওই স্কুটার আরোহীকে নিউ মান্ডি এলাকায় আটকায় পুলিশ৷ সেই সময় ওই স্কুটার আরোহী ব্যক্তি হেলমেট পরে ছিলেন না৷ এমন কি, স্কুটার চালানোর জন্য প্রয়োজনীয় নথিও ছিল না তাঁর কাছে৷ পুলিশ ওই স্কুটার বাজেয়াপ্ত করে চালককে ফাইন করে৷ অবাক হয়ে ওই স্কুটার চালক দেখেন, তাঁকে ২০,৭৪০০০ টাকা জরিমানা করা হয়েছে৷ তবে, জরিমানা কমে আসার কারণে বড়সড় স্বস্তি পেয়েছেন তিনি। 

{ads}

Traffic Police Traffic Rules Vehicle Fine News Traffic News Uttar Pradesh Scooter Price Road Fine স্কুটার ট্রাফিক আইন ট্রাফিক জরিমানা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article