header banner

Pathar Pratima : মর্মান্তিক দুর্ঘটনা পাথর প্রতিমায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাথর প্রতিমায় (Pathar Pratima) ভয়ঙ্কর বিস্ফোরণ - মৃত একই পরিবারের ৮ জন। এর পরে যদি বলা হয় পুলিশ সম্পূর্ণ অদক্ষ তাহলে নিশ্চই ভুল হবে না। বেআইনি বাজি কারখানা এ রাজ্যে প্রায় আইনি হয়ে গেছে। ঘটনা হলো, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়।

{link}

অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। যাঁদের মধ্যে রয়েছে দু'জন সদ্যজাত-সহ চার শিশুও। এই মর্মান্তিক ঘটনায় চারিদিকে মানুষ শোকাহত। এতো দিন ধরে এই বেআইনি বাজি কারখানা চলছিল আর পুলিশ কিছুই জানে না তা বিশ্বাস করতে অসুবিধা হয়। ঢোলাহাটের ঘটনাই রাজ্যে প্রথম নয়, বেআইনি বাজি বিস্ফোরণে বাংলার তালিকাটা দীর্ঘ। সেই কথা মনে করিয়ে দিয়ে ঘটনার গোটা দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই চাপালেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, "২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরও একটি বিস্ফোরণের ঘটনা।

{link}

ভূপতিনগর, এগরা, বজবজ, কল্যাণী... তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। রাজ্যের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে? আগামী কালই সম্ভবত নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। মানুষ আজকের এই ঘটনাটি ভুলে যাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। বাংলায় কেন বারে বারে এই একই ধরণের ঘটনা ঘটছে তার কোনও জবাব নেই পুলিশ প্রশাসনের কাছে।  বারে বারে একই ঘটনার জন্য 'অদক্ষ পুলিশ মন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

{ads}

News Breaking News South 24 Parganas Pathar Pratima সংবাদ

Last Updated :