header banner

নাগরদোলায় চলে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাঁকুড়ায় মৃত্যু নাবালিকার

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: চৈত্র সংক্রান্তির গাজন মেলায় নাগরদোলায় চড়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক যুবতীর। পুলিশ সূত্রে খবর মৃতার নাম প্রিয়াঙ্কা বাউরী। শুক্রবার  বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীন এক্তেশ্বর শিব মন্দির এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনাটি। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় আসার পথেই মৃত্যু হয় নাবালিকার।

{link}

সূত্রের খবর, চৈত্র সংক্রান্তীতে এক্তেশ্বরে শিবের গাজনে এসেছিলেন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামের বছর কুড়ির প্রিয়াঙ্কা বাউরী।  আর ঐ নাগরদোলায় চেপে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনার অব্যবহিত পরেই স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অবস্থার জটিল থাকায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুত্যুর খবর গ্রামে পৌঁছাতেয় এলাকায় শোকের ছায়া।

{ads}

news Bankura West Bengal সংবাদ

Last Updated :