নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় ফের বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। শনিবার হাওড়ার ওলাবিবিতলা এলাকার ঘটনা। চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ওলাবিবি তলার ১৪/৮ নম্বর ঠিকানার ঘরে ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যাক্তির নাম প্রতাপ বন্দোপাধ্যায় (৬৫)। বাড়িতে ওই ব্যাক্তি একাই থাকতেন দীর্ঘদিন ধরে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির কাছ থেকে দুর্গন্ধ বের হওয়া তাদের সন্দেহ হয় এবং এলাকার বাসিন্দারা চ্যাটার্জীহাট থানা কে খবর দেন। ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। ভেতরে পচা গলা অবস্থায় উদ্ধার হয় প্রতাপ বাবুর দেহ। চ্যাটার্জির থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখছে চ্যাটর্জিহাট থানার পুলিশ।
{link}
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে প্রতাপ বন্দোপাধ্যায়ের বাড়ির প্রতিবেশীরা তার বাড়ি থেকে পচা গন্ধ পেতে শুরু করেন। তখনই তারা ধারনা করেন হয়ত তার মৃত্যু ঘটেছে। তিনি বিয়ে করেননি এবং একাই ওই বাড়িতে থাকতেন বলেই স্থানীয়দের তরফে জানা গেছে। তবে কি কারনে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট হবে না। সম্পূর্ন বিষয়টির তদন্ত শুরু করা হচ্ছে পুলিশের তরফে। একাকীত্বের কারনেই কি জীবনের এহেন পরিনতি?
{ads}