header banner

ড্রাইভার ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রানরক্ষা কয়েকশো যাত্রীর

article banner

বড়োসড়ো রেল দুর্ঘটনার কবল থেকে প্রানে বেঁচে গেলেন কয়েকশো যাত্রী। ড্রাইভার ওস্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী লোকাল ট্রেন। বুধবার রাতে দক্ষিণ পূর্ব শাখার বড়গাছিয়া সন্তোষপুর এলাকায় হাওড়া থেকে আমতা যাচ্ছিল একটি লোকাল ট্রেন। যাত্রীদের মুখে শোনার পর যা জানা যাচ্ছে, হঠাতই চলতে চলতে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তখন তারা নেমে ড্রাইভারের কাছে গিয়ে জানতে পারেন ঘটনার কথা। ওই এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দাকে লাল গামছা নাড়তে দেখে লোকাল ট্রেনের চালক  চালক বুঝতে পারে রেল লাইনে রয়েছে কোনো সমস্যা বা বিপদ রয়েছে । সেই বুঝেই তিনি গাড়ি থামিয়ে দেন। পরে দেখা যায় লাইনের মধ্যে রয়েছে বড়োসড়ো ফাটল। এই ফলে বুধবার রাত থেকে বন্ধ ছিল হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল। আজ সকালে আবার স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। 

{ads}

Train Indian Railways South Eastern Railways Local Train Howrah Station Amta Amta Station Life Howrah West Bengal India

Last Updated :