header banner

ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে বৈঠক রেল ও রাজ্যর

article banner

প্রায় সাত মাস পরে অবশেষে চলেছে ট্রেন , ট্রেন এবং রেলযাত্রীদের যে সমান্তরাল ভাবমূর্তি তা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন রেলযাত্রীরা । শিয়ালদহের ভিন্ন শাখায় দেখা গিয়েছে উপচে পড়া ভিড় ।বজবজ শাখায় ট্রেন সময়মত না আশায় রেলযাত্রীরা অসন্তুষ্ট প্রকাশ করেছেন ।তাই ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কিনা মূলত লোকাল ট্রেনের তা নিয়ে আজকে ভবানী ভবনে বৈঠকে বসছে রেল ও রাজ্য  । মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন, আরো বেশি ট্রেন চালানোর কথা। তিনি জানান অতিমারির  কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তাই সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনি। ট্রেন বাড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতার দিকটাও লক্ষ্য রাখতে হবে ।জীবনুনাশের কাজটাও যেন ভালোভাবে হয়। সবাই মাক্স পড়ে ট্রেনে যেন উঠেন। {ads}


প্রথম দিনেই লোকাল ট্রেন ধরার জন্য শিয়ালদা ডিভিশনের ক্যানিং, ডায়মন্ডহারবার্ ,সোনারপুর শাখায় যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। পাশাপাশি বনগাঁ ,বারাসাত, হাসনাবাদ শাখাতেও চোখে পড়ে ভিড় । যাত্রীদের দাবি একমাত্র ট্রেনের সংখ্যা বাড়ালেই এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সেই কারণে আজ বৈঠকে বসছে ভবানী ভবনে রেল ও রাজ্য।
 

indian railways full journey indian railways journey indian railways indian local train simulator indian local train games indian local train simulator trailer sealdah local train sealdah local train

Last Updated :