header banner

Birbhum: বীরভূমের এই স্টেশনে যাত্রী নামাতে ট্রেন থামাতে হয় ২ বার! কেন জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এটাই বাস্তব চিত্র বীরভূমের মধ্যে অবস্থিত অন্যতম নলহাটি জংশনের। রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন রেলযাত্রীরা। চায়ের ঠেক বসে এলাকার বাসিন্দাদের মধ্যে হাসাহাসি চলছে। মূলত এই সমস্যা হচ্ছে প্ল্যাটফর্ম না বাড়িয়ে ট্রেন দু’বার দাঁড়ানোর জন্য। এই বিষয়ে ক্ষুব্ধ রেল যাত্রীদের অনেকেই। বর্ধমান-সাহেবগঞ্জ শাখায় নলহাটি জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। অথচ স্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। এই জায়গা গুরুত্বপূর্ণ কারণ সতীর ৫১ পীঠের অন্যতম নলাটেশ্বরী মন্দির রয়েছে। এর পাশাপাশি রয়েছে বৃহৎ পাথর শিল্পাঞ্চল। তবে এত গুরুত্বপূর্ণ জায়গায় পর্যটকরা এসে ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ, রেললাইন থাকলেও অধিকাংশ ট্রেনের স্টপেজ নেই।

{link}

  অন্যদিকে হাতে গোনা যে কয়েকটি লোকাল ট্রেন রয়েছে সেটিও নির্দিষ্ট সময়ে চলাচল করে না। ঠিক তেমনই অত্যন্ত ছোট নলহাটি প্ল্যাটফর্ম। যাত্রীদের সুবিধার্থে স্টেশনের তেমন কোনও উন্নয়ন হয়নি। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম হওয়ায় এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর পর কিছু কামরা প্ল্যাটফর্মের বাইরে থাকে। তখন যাত্রীদের ওঠানামায় অসুবিধে হতো। লাগেজ নিয়ে পাথরের উপর দিয়ে যেতে গিয়ে অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ রোগীদের সমস্যায় পড়তে হয়।

{ads}

Indian Railways Birbhum Rail Station Rail Station Nalhati Rail Station West Bengal Railways রেল পরিবহণ নলহাটি জংশন ট্রেন পরিষেবা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article