header banner

শিয়ালদহে ব্যাহত ট্রেন চলাচল, পেন্টাগ্রাফ ভেঙে ছিঁড়ে পড়ল তার

article banner

ট্রেনের পেন্টাগ্রাফ ভেঙে তার ছিড়ে ঘটল বিপত্তি। শিয়ালদহের মেইন শাখায় ঘটে ঘটনাটি। বৃহস্পতিবার সকালে, শিয়ালদহের মেইন লাইনের তার ছিঁড়ে  যায়। তার ছিঁড়ে যাওয়ার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় ওই লাইনের ট্রেন চলাচল। রেল পরিষেবা কর্মীরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে, শিয়ালদহতে তার ছিঁড়ে যাওয়ার পর আবার ডাউন মেজাফফর লোকাল নৈহাটি স্টেশনের কাছে পেন্টোগ্রাফ ভেঙে পড়ে ঘটে আর এক বিপত্তি। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু ট্রেন গুলতে বা ওই স্টেশন চত্বরে উপস্থিত থাকা কোন যাত্রীর কোনরকম সমস্যা বা ক্ষতি হয়নি। পেণ্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল ব্যাবস্থা। প্রায় ঘণ্টা দুয়েকের ওপর বন্ধ ছিল ট্রেন চলাচল। রেল পরিষেবা কর্মীরা সাথে সাথে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। 

 

  {ads}   
 

Trains Stations Rail Way Stations Dangerous Track Breakage Pentagraph Crashed Strings Break Sealdaha Station Naihati Stations News West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article