শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২০২৬ নির্বাচনে উত্তরবঙ্গে সম্মুখ সমরে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC)। যে উত্তরবঙ্গ বিজেপির প্রধান শক্তি সেই উত্তরবঙ্গে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) জেলায় ছয়ে ছয় বার্তা অভিষেকের। দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। জেলার ছয় বিধানসভাতেই জয় নিশ্চিত করতে হবে। আগে কোথায় কেন হার, পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন অভিষেক।
{link}
সূত্রের খবর এমনটাই। কিন্তু অভিষেকের (Abhishek Banerjee) এই নির্দেশের পর কী ভাবছেন জেলার উপর মহলের নেতারা? ওয়াকিবহাল মহলের মত ছোট জেলা হলেও বাংলার রাজনৈতিক মানচিত্রে বিশেষ গুরুত্ব রয়েছে দক্ষিণ দিনাজপুরের। কারণ এই জেলা বরাবরই সুকান্ত জেলা হিসাবে পরিচিত। তিনি আবার বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফলে এখানে তৃণমূলের লড়াই যে রীতিমতো প্রেস্টিজ ফাইট তা বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস।
{link}
শেষ লোকসভা নির্বাচনে ৩টিতে জেতে তৃণমূল, তিনটিতে জেতে বিজেপি। কেন এই হার, কোথায় গলদ, কাদের জন্য সমস্যা হল, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেলল সবটাই পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র বলছেন, “৬টা আসন জেতাই আমাদের লক্ষ্য। প্রস্তুতি আমরা করতে চাইছি। এর আগেও আমরা ৫টা তো জিতেছি। খুব অল্প ভোটে আমরা আর একটা সিট হারিয়েছিলাম। নাহলে সেবারই আমরা ৬টা জিতে নিতে পারতাম। এখন লোকসভার নিরিখে যে তিনটি আমরা হারিয়েছি সেটা পুনরুদ্ধার করা আগামী ভোটে আমাদের লক্ষ্য।”
{ads}