header banner

২০টাকার পাউচে করোনার ভ্যাকসিন বের করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ অগ্নিমিত্রা পালের

article banner

মাননীয় মুখ্যমন্ত্রী ২০ টাকার পাউচে করোনার ভ্যাকসিন বের করছেন বলে শুনেছেন তিনি, সেই ভ্যাকসিনের প্রোডাকশান নাকি হবে কালীঘাট থেকে। আর সেই ভ্যাকসিনের প্যাকিং করবেন ভাইপো ব্যানার্জী বলে রবিবার তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করছেল বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।উলুবেড়িয়া তে এক দলীয় কর্মসূচি তে এসে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে তোপ দাগেন তিনি। তিনি দাবি করেন এটাই আত্মনির্ভরশীল ভারত যেখানে করোনার টিকা আবিষ্কার হয়েছে, আর সেটা সম্ভবপর হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ভারত থেকে ৫৫ টি দেশে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। আর রাজ্যে যারা এই ভ্যাকসিন নেবেন না বলছেন তাদের ওই কালীঘাট থেকে তৈরি ২০ টাকার পাউচে দিদির তৈরি আর ভাইপো বন্দ্যোপাধ্যায়ের প্যাকিং করা ভ্যাকসিন ব্যাবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।


এছাড়াও এদিন শতাব্দী রায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃনমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। মুখ্যমন্ত্রী নিজেকে আর ভাইপোকে ছাড়া আর কাউকে প্রোমোট করেন না। যার ফলে এখন সুনামি আসায় টনক নড়ে উঠেছে দলের। শতাব্দী রায় দিল্লি যাওয়ার কথা বলতেই বৈঠকের ডাক পড়ে গেল। তবে কেউ যদি রাতারাতি তার মত পরিবর্তন করেন তাহলে তাদের কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি। 


শতাব্দী রায়, রাজীব ব্যানার্জি এবং প্রসূন ব্যানার্জি এই তিনজনকে দলে আনতে মারিয়া পদ্মফুলের শিবির। অন্যদিকে ঘাসফুলের শিবিরও তাদের শক্তিশালী যোদ্ধাদের হারাতে চায় না। শতাব্দী রায় তৃনমূলের উপরেই আস্থা রাখছেন। বাকি দুই নেতৃত্বের পাল্লা ঠিক কোন দিকে ভারি তা এখনও পরিষ্কার নয়। কিন্তু বাগযুদ্ধে যে পরিস্থিতি আরও জটিল করে তুলছে সে কথা কার্যত সবার কাছেই স্পষ্ট। 

{ads}
 

Trinamool Congress BJP Agnimitra Paul BJP West Bengal Election Politics Mamata Bannerjee Abhisek Bannerjee West Bengal India

Last Updated :