header banner

পাল্লা ভারি কোন দিকে?

article banner

রাজীব বন্দোপাধ্যায়, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জী সহ আরো সাত থেকে আটজন তৃনমূল সংসদের বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। বিজেপির যুব মোর্চার সভাপতি এবং বিষ্ণুপুরের সাংসদ শনিবার দলের তরফ থেকে ‘যুব চেতনা ও শ্রমদান’ কর্মসূচীর অঙ্গ হিসেবে শহরের জোড় শ্রেণীর মন্দির প্রাঙ্গন পোড়ামাটির হাটের মাঠ পরিস্কারের কাজে যোগ দিতে আসেন ও সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। তার বক্তব্যের সমর্থনে তিনি বলেন, একসময় এই ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী আমাদের দলে আসছেন। আজ তিনি এসেছেন। শতাব্দী রায়কে গতকাল অভিনয়ের মাধ্যমে আটকালেও তা ক্ষনিকের জন্য। তিনি বিজেপিতে আসবেন বলেই দৃঢ় বিশ্বাস রুয়েছে এই বিজেপি নেতৃত্বের। 


ইতিমধ্যেই দল পরিবর্তনের পালায় পরস্পরকে চমকে দিয়ে বহু নেতা নেতৃত্ব গমন করেছেন প্রতিপক্ষ শিবিরে। দলবদলের বাজারে যেদিন শুভেন্দু কে দলে এনে চমক দিয়েছিল গেরুয়া শিবির, তার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। বর্তমানে রাজীব ব্যানার্জী যে নিয়ে যে রাজনৈতিক মহলে বিপুল জল্পনার সৃষ্টি হয়েছে সে কথাও আলাদা করে বলার কিছু নেই। আজ যদিও রাজীব ব্যানার্জী নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে “ধৈর্য ধরে রাখছেন” বলে জানিয়েছেন। অন্যদিকে শতাব্দী রায়ও ফেসবুক পোস্টে ঘাসফুলের হয়ে লড়াই করারই ইঙ্গিত দিয়েছেন। প্রসূন ব্যানার্জীর সাথেও কথা বলেছেন সৌগত রায়। একথা স্পষ্ট যে এহেন মুহূর্তে এক শিবির আর শক্তি হারাতে চায়না অন্যদিকে আর এক শিবির আরো শক্তিবৃদ্ধি করতে উদ্যত। এখন সৈনিকেরা কোন দলের হয়ে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে তার উপরেই নির্ভর করতে চলেছে একুশের রাজনৈতিক মহারনের ফলাফল। 


{ads}

Trinamool Congress BJP Election Politics 2021 Election Soumitra khan Rajib Bannerjee Satabdi Roy Mamata Bannerjee West Bengal India

Last Updated :