বিজেপি নেত্রী সুজাতা মন্ডল খান-এর পর এবার তৃনমূলে যোগ দিলেন ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাখরা ওরফে ‘টাইগার’। সোমবার সকালে তৃনমূল ভবনে সাংবাদিক সম্মেলনে এসে দলে যোগ দিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তার তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ার মুল কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের করা কাজ। আদিবাসী সম্প্রদায়ের জন্যে মুখ্যমন্ত্রী ও তার দল যেভাবে কাজ করেছেন বামফ্রন্ট আমলে তা হয়নি এমনকি অন্য কোন সরকার কখোনই তা এর আগে করেনি। যেভাবে আদিবাসী সম্প্রদায়ের ডেভলপমেন্ট করেছে তৃণমূল সরকার তা এককথায় অনস্বিকার্য বলে মন্তব্য করেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন বিরসা মুন্ডা জয়ন্তী অর্থাৎ ১৫ ই নভেম্বর। যা কখনই কোন ক্যালেন্ডারে ছিল না, ১৫ ই নভেম্বর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও চা শ্রমিক দের জন্য বাড়ি ও আবাসনের জন্য প্রকল্প তিনি নিয়ে এসেছেন বৃদ্ধি পেয়েছে তাদের বেতনও। এই সমস্ত উন্নয়ন দেখে এবং ভবিষ্যতে আরো উন্নয়ন করার জন্যেই তৃনমূলে যোগদান করেছেন তিনি বলে জানিয়েছেন রাজেশ লাখরা। দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে ভোটে জেতাবেন এবং দিদির খারাপ ভালো সব সময়ে পাশে থাকবেন বলেও জানিয়েছেন তরাই ডুয়ার্স অঞ্চলের 'টাইগার"।
{ads}