নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়াতেও কেশপুরের যাত্রাপথে অভিষেক'কে স্বাগত জানালেন তৃণমূল ছাত্র যুব কর্মীরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যাঁয়ের কেশপুর যাত্রা উপলক্ষে শনিবার তাঁর যাত্রাপথে হাওড়াতেও বিভিন্ন জায়গায় ছাত্র যুব ও তৃণমুল নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানান। এমনকি তার যাত্রার শুভকামনা করে পুজো করার পর নারকেলও ফাটানো হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফে।
{link}
এই প্রসঙ্গে হাওড়া জেলা সদর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ হাওড়ার উপর দিয়ে কেশপুরে যাচ্ছেন। তাই আমরা প্রশাসনের সাথে কথা বলে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে হাওড়া ঢোকার প্রবেশ দ্বারে আমরা অল্প সংখ্যক কর্মীরা প্রশাসনের নির্দেশ অনুযায়ী জমায়েত হয়ে ওনার যাত্রার শুভ কামনায় হাজির হয়েছিলাম। বেলেপোল, পাঁচলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্র যুব'র তরফ থেকে শুভ কামনা জানানো হয়েছে।
{ads}