সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন মোড় গুলিতে তৃণমূল কর্মী সমর্থকদের পদ অবরোধ। পথ অবরোধের জেরে আটকে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি কুলপি মথুরাপুর নামখানায় হটুগঞ্জ পাথরপ্রতিমা পথ অবরোধ শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে নামখানার বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি নামখানার দাস বাঁধের কাছে আটকে দেয় কাকদ্বীপ পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে ধুন্ধুমার পরিস্থিতি। সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ পুলিশ প্রশাসনের একটি বিশাল পুলিশ বাহিনী। নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আস বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হয়। সর্বমোডে নামখানা ব্লকের সাতটি গাড়ি যেগুলো শুভেন্দু অধিকারীর জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকালেই। ওই সাতটি গাড়িতে প্রায় দেড় হাজার বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে. বিজেপি কর্ম সমর্থকদের সেই সাতটি বাস সহ সাতটি জিও গাড়িকে আজকে দেওয়া হয়েছে কাকদ্বীপ পুলিশের পক্ষ থেকে।
{link}
অন্যদিকে একই চিত্র ফুটে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রে কুলপি বিধানসভা কেন্দ্রের হটুগঞ্জ ও বিভিন্ন মোড় গুলিতে ১১৭ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকেরা। কার্যত শুভেন্দু অধিকারীর জনসভা কে সুপার ফ্লপ করতে মরিয়া তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত বাধা অতিক্রম করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার লাইট হাউজ মাঠে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভাকে সাফল্যমন্ডিত করবে।
{ads}