header banner

Satabdi Roy : চতুর্থবার জয়লাভ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হলেন শতাব্দী রায়। তাঁর জয় বুঝিয়ে দিল অনুব্রত মণ্ডলের জেলায় থাকা বা না থাকা সে অর্থে আর কোনও ফ্যাক্টরই নয়। এই নিয়ে চতুর্থবার সাংসদ হলেন শতাব্দী। প্রায় ১ লক্ষ ৯৭ ভোটে জয়লাভ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

{link}

শতাব্দী রায় গত বছর যে ভোটে জয়ী হয়েছিলেন এবার তাঁর দ্বিগুণেরও বেশী ব্যবধানে জিতলেন তিনি । স্বাভাবিক ভাবেই এখন শুধু তার চতুর্থবারের সাংসদ হওয়ার অপেক্ষা । এদিন বিপুল ভোটে জয়লাভর পর গণনা কেন্দ্র থেকে সার্টিফিকেট নিয়ে বেরোনোর পরে মাটি ছুঁয়ে প্রণাম করেন তিনি । বলেন," এ জয় আমার না, আমাদের জয় ।"

{link}

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, " আমি বীরভূম লোকসভার ভোটারদের এই মতামতকে মাথা পেতে স্বীকার করে নিচ্ছি । সাধারণ মানুষের চিন্তা ভাবনা আমরা বুঝতে পারিনি। পরবর্তীকালে সংগঠন কিভাবে আরো মজবুত করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। "

{ads}

 

News Breaking News TMC Mamata Banerjee CM West Bengal Abhishek Banerjee Birbhum Satabdi Roy Indian actress Win Vote Voter Election Election 2024 Lok Sabha Election Politics Politicia

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article