header banner

Election 2026 : ভোটের আগে সংগঠনিক ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  নির্বাচন ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর সময় নষ্ট করা চলবে না। তাই আজ, সোমবার বিকেলে রাজ্যের সমস্ত সাংসদের নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী বছর বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যু ঘিরে তপ্ত রাজ্য-রাজনীতি। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে।

{link}

অগস্টেই বাংলায় এসআইআর শুরু করতে পারে কমিশন। বিহারে (Bihar) ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে ৬১ লক্ষের নাম বাদ যাচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এসআইআর নিয়ে সরব হয়েছে। বাংলার শাসকদলও এই নিয়ে আসরে নেমেছে। বাংলায় কোনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

{link}

এই আবহে কীভাবে সাংসদরা কাজ করবেন, কী কী বিষয়ে সরব হবেন তাই বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারের নতুন প্রকল্প শুরু হয়েছে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’। এই কর্মসূচিতে সাংসদরা কী কী কাজ করবেন তা নিয়েও গাইড করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, শুধু একা মমতা নন, আগামী ৫ অগস্ট বৈঠক করবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠক করবেন।

{ads}

 

News Breaking News Mamata Banerjee TMC Elections 2026 Abhishek Banerjee সংবাদ

Last Updated :