header banner

Abhishek Banerjee : ভুয়ো ভোটার ধরতে তৎপর তৃণমূল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিল্লি, হরিয়ানার ভোটার তালিকায় প্রচুর বেনোজল ছিল - এই অভিযোগে অনেকদিন ধরেই সরব তৃণমূল (TMC)। ২০২৬ এর ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলভবনে এই নিয়ে বৈঠক হয়। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

{link}

জানা যাচ্ছে সেই বিষয় নিয়েই অভিষেক আগামী ১৫ মার্চ সকলের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন। সেখানে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর। এদিন অভিষেকের অনুপস্থিতি নিয়ে নানা মহলে জল্পনা উসকে উঠলেও তা কার্যত উড়িয়ে দিয়েছে নেতৃত্ব। এনিয়ে দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মনে রাখতে হবে, অভিষেক ১৫ তারিখে যে বৈঠক করবেন, তা কিন্তু ভারচুয়াল। অর্থাৎ, তাঁকে তৃণমূল ভবনে আসতে হবে না।’’

{link}

জানা গিয়েছে, প্রথম বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও স্ক্রুটিনির কাজে একেকটি সাংগঠনিক জেলায় ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজে দেখবেন দক্ষিণ কলকাতায় ভোটার তালিকা সংশোধনের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার। তবে এর মধ্যে এই সভার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সবটাই নির্ভর করছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর।

{ads}

News Breaking News Abhishek Banerjee Mamata Banerjee সংবাদ

Last Updated :