header banner

ধর্ষনের অভিযোগে গ্রেফতার হেলেঞ্চার প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা অনিমেষ বাইন

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: আগেই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃনমূল নেতা অনিমেষ বাইনের বিরুদ্ধে। কিন্তু এতো দুর্নাম সত্ত্বেও মনুষ্যত্বের উন্নতি হয়নি তার। ফের সেই নাবালিকাকেই বুধবার রাতে ধর্ষণের অভিযোগ অনিমেষ বাইনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করছে পুলিশ৷ গতকাল পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ 

{link}
এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মন্তব্য, দুমাস আগেই অভিযোগ আসার পর তাকে দল থেকে নির্বাসিত করা হয়েছে। তিনি এখন আর বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের সদস্য নন। আইন আইনের পথেই চলবে। নির্যাতিতা নাবালিকার বাবার অভিযোগ, আমার মেয়ের সম্মানের যে ক্ষতি উনি করেছেন, তা আমি আর ফিরে পাব না। তবে আমি চাই তার এমন শাস্তি হোক, যাতে আর কেউ কোনদিন এহেন পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাও না করে। 
{ads}

news Rape charge TMC north 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article