header banner

নওসাদের চামড়া তুলে নেওয়ার হুমকি, বিতর্কের সম্মুখীন তৃণমূল নেতা আরাবুল ইসলাম

article banner

সুদেষ্ণা মন্ডল, ভাঙড়: পঞ্চায়েত নির্বাচনের আগে যতই এগিয়ে আসছে গন্ডগোল যেন বেড়েই চলেছে ভাঙরে ।  গন্ডগোল যেন পিছু ছাড়তে চাইছে না ভাঙর বিধানসভার । এবার নওশাদদের পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিয়ে আবারও বিতর্কে জড়ালেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। তবে আরাবুলকে গুরুত্ব দিতে নারাজ নওশাদ সিদ্দিকী । তাঁর কথায়, “তৃণমূল এরকমই। তবে এভাবে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না।”ঘটনার সূত্রপাত আইএসএফের সভাকে কেন্দ্র করে। ভাঙড়ের ঘটকপুকুরে  আইএসএফ সভা করার চব্বিশ ঘণ্টার মধ্যে পালটা সভা করে তৃণমূল। সেই থেকেই বেফাঁস মন্তব্য করেন আরাবুল ইসলাম।

{link}

আইএসএফকে তীব্র আক্রমন করেন আরাবুল ইসলাম ও শওকত মোল্লারা। আরাবুল বলেন, “নওশাদ উন্নয়নের কিছু বোঝে না। ভাঙড়ে উন্নয়ন নাহলে তার বদলে আই এস এফের পিঠের চামড়া তুলে নিতে হবে। কারণ, এরা উন্নয়ন চোখে দেখতে পায় না। এরা শুধু মার বোঝে। তাই এদের পিঠে মারতে হবে।” এই মন্তব্যে তোলপাড় ভাঙড়। আরাবুলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা।এদিকে এলাকার এক আই এস এফ নেতা ফিরোজ খান বলেন, ভাইজানের সভায় আমাদের গ্রাম থেকে প্রচুর সমর্থক গিয়েছিল। সেই আক্রোশে তৃণমূল নেতা বাহারুল ইসলামের নেতৃত্বে আমাদের সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। তাতে এক শিশু আহত হয়েছে।” যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তাঁর কথায়, “আমরা সভার প্রস্তুতি নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। আমরা বোমা ফাটাতে যাব কেন? মিথ্যা অভিযোগ এটা। ওঁরা নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে।”

{ads}

news South 24 Paragana. West Bengal সংবাদ

Last Updated :