header banner

TMC : ভোটার তালিকা হাতে পথে নেমেছে তৃণমূলের নেতারা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার ইন্ডোড থেকে 'ভুতুড়ে ভোটার' শব্দ দুটি ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার পরেই ভোটার তালিকা হাতে মাঠে নেমে পরেছেন তৃণমূলের নেতারা। এই বিষয়ে মমতা বৃহস্পতিবারই একাধিক কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন। এরপরেই পথে নামছেন কলকাতার মেয়র। জানা যাচ্ছে, ভোটার তালিকা হাতে এলাকার সমস্ত বাড়িতে যাবেন তাঁরা।

{link}

ভোটার তালিকার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ভোটার খতিয়ে দেখা হবে। একই ভাবে বারাসত সাংগঠনিক জেলাতেও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে একটি বৈঠক হয়। 'ভূতুড়ে ভোটার' খুঁজে বার করতেই এদিন বৈঠক হয় বলে জানা যাচ্ছে। সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক জেলার সমস্ত ভোটারের বাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। আর তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

{link}

তাঁর দাবি, বাংলার ভোটারের এপিক নম্বরে উত্তরপ্রদেশের ভোটারের নাম রয়েছে। এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একটি নথিও তুলে ধরেছেন। যদিও শুভেন্দু অধিকারী সেই তথ্যকে মিথ্যা বলে জানিয়েছেন। তৃণমূল নেতার অভিযোগ, ''মাথাভাঙ্গা দুই নং ব্লকের ফুলবাড়ী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের শহীদ পরিবারের ভোটার আরতি_সরকারের নাম কেটে দিয়ে সেই একই এপিক কার্ডের নাম্বারে উত্তরপ্রদেশের লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভার ভোটার বিবেকানন্দ প্রভু শংকরের নাম তুলে দেওয়া হয়েছে''।

{ads}

News Breaking News Mamata Banerjee TMC সংবাদ

Last Updated :