header banner

সিপিআইএম এর বিরুদ্ধে বিধায়কের অফিস ভাঙচুরের অভিযোগে বর্ধমানে ধিক্কার মিছিল তৃনমূলের

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বুধবার বিকেলে সিপিআইএম কর্মী সমর্থকদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। একাধিক সরকারি সম্পত্তি ভাংচুর করার অভিযোগ উঠেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কার্জন গেট চত্বরে অবস্থিত বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্র ভাঙচুর করেছে বলে অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। তারই জেরে বুধবার সন্ধ্যায় ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের। কার্জন গেট থেকে মিছিল করে বিরহাটা প্রযন্ত তারা এই মিছিল করেন। এইদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সির সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। 

{link}
মিছিল থেকে তৃনমূল কাউন্সিলর নরুল আলম বলেন, বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটর সৌন্দর্যায়ন ভেঙে চুরে নষ্ট করেছে সিপিআইএম এর হার্মাদ বাহিনী এবং বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্র ভাঙচুর করেছে। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পরিষেবা পায়। এর প্রতিবাদ তারা রাস্তায় নেমেছেন। অবিলম্বে মোঃ সেলিম সহ অন্যান্য নেতৃত্বদের গ্রেপ্তারি চায় বলে দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ডাকে জেলাশাসকের কাছে আইন অমান্য কর্মসূচি। বুধবার এই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। বামেদের মিছিল আটকাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সেই মিছিলের মাঝেই ব্যাপক ভাংচুর চলে বলেও অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে এখনও সিপিআইএম-এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
{ads}

news TMC CPIM Burdwan West Bengal সংবাদ

Last Updated :