header banner

গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল তৃণমূলপন্থী সঙ্গীত শিল্পীর স্ত্রীর

article banner

নিজস্ব সংবাদদাতা: গ্রুপ সির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল ৮৪১ জনের,সেই তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান,কাউন্সিলর, চেয়ারম্যানের আত্মীয়-স্বজনদের নাম। আর সেই তালিকায় ৬৪১ নম্বরে নাম রয়েছে খরদহের তৃণমূলপন্থী সংগীতশিল্পী পর্নাভ ব্যানার্জীর স্ত্রী সোহিনী চক্রবর্তীর। সোহিনী খড়দহ পাতুলিয়া হাইস্কুলে গ্রুপ সি কর্মীর কাজ করতেন। 

{link}

তার চাকরি চলে যাওয়ার ঘটনায় স্কুলে আসতেই শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়,পাতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জানালেন সোহিনী চক্রবর্তী ২০১৮ সালে গ্রুপসি পদে যোগ দিয়েছিলেন। নিয়মিত স্কুলে আসতেন। লকডাউনের সময় থেকে তিনি আর নিয়মিত স্কুলে আসতেন না। গ্রুপসি কর্মী সোহিনী চক্রবর্তীকে  তৃণমূলের প্রভাবশালী নেতাদের সঙ্গেও বিভিন্ন সময় দেখা গিয়েছে।আর তার এই চাকরি যাওয়ার ঘটনায় খরদহ অঞ্চল জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন, তবে এই বিষয়ে পর্নাভ ব্যানার্জি ও তার স্ত্রী সোহিনী চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

{ads}

news Group C Scam West Bengal সংবাদ

Last Updated :