header banner

Suvendu Adhikari : 'ভুতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর (Netaji Indoor Stadium) থেকে 'ভুতুড়ে ভোটার' নিয়ে হুঙ্কার দিয়েছিলেন মমতা আর শুক্রবার সন্ধ্যায় নতুন সুর তুললেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ফলস ভোটারের নাম ঢোকাচ্ছে তৃণমূল। বলেন, তৃণমূল কংগ্রেসই (TMC) নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ভোটারদের নাম তালিকায় ঢুকিয়েছে। রোহিঙ্গ মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তোলা হয়েছে।

{link}

এমনকী মুর্শিদাবাদ, মালদহ সহ ৯টা সীমান্তবর্তী জেলায় ভুয়ো ভোটারের নাম তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে বলেও এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই এবার এই ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, কড়া ভাষায় তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের ফলস ভোটার বাতিল করতে হলে,আধার ও এপিক লিংক করতে হবে।

{link}

আধার ও এপিক লিঙ্ক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করানোর দাবি তোলেন। এমনকী রেশন দোকানে যদি এই সিস্টেমে রেশন তোলা যায়, কেন বাংলার ভোটে এই পদ্ধতিতে ভোট করানো সম্ভব নয়? প্রশ্ন তাঁর। এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, বারবার বিজেপির তরফে রোহিঙ্গা মুসলিমদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আছে সে বিষয়ে অভিযোগ জানানো হয়। ১৫০০০ পাতার অভিযোগ জমা দেওয়া হয়। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন কিছুই করেনি বলে তোপ।

{ads}

News Breaking News Mamata Banerjee Suvendu Adhikari সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article