header banner

অবশেষে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: অবশেষে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। বৃহস্পতিবার সকাল ১০. ৩০ মিনিট নাগাদ কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এদিন সকালে আইনজীবী মারফত কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন নাবালিকা ধর্ষনের ঘটনায় অভিযুক্ত এই নেতা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশের হাতে ধরা দেবেন তিনি। 

{link}

বস্তুত,  কয়েক মাস আগে কাঁথি শহরের জাঁলালখাবার বাসিন্দা তথা তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে। এই বিষয়টি নিয়ে কলকাতার হাইকোর্টে মামলা গড়ায়। ডিভিশন বেঞ্জ থেকে সিঙ্গেল বেঞ্জ। এখানেও তৃণমূলের ছাত্রনেতাকে গ্রেফতার, আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয় আদালত। বেশ কিছুদিন ফেরার থাকার পর অবশেষে বৃহস্পতিবার আত্মসমর্পন করলেন তিনি। তার আত্মসমর্পনের পর তদন্ত যে আরও দ্রুত গতীতে এগোবে সেই বিষয়ে আস্থা রাখছে অভিযোগকারী পরিবার 

{ads}

news Kontai Rape TMC leader West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article