header banner

গৌতম চৌধুরির বিতর্কিত মন্তব্যের জেরে তাকে সতর্ক করল তৃণমূল: কল্যাণ ঘোষ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বিতর্কিত মন্তব্যের কারনে হাওড়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। জানালেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কল্যাণ ঘোষ। এই বিষয়টি নিয়ে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তৃণমূল স্তর থেকে। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ, প্রেরণা। বিধায়ক হয়তো ভুলবশতই এটা বলেছেন। তিনি আবেগবশত এই কথা ব্যবহার করেছেন। তিনি প্রেরণার বদলে ওই কথা বলেছেন। আমাদের দলকে যাঁরা কোম্পানি বলেন আমার মতে বিজেপি বোর্ড অফ ডিরেক্টর ছাড়া একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তারা বাহুবল প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করে। এদের সঙ্গে আমাদের কোনও তুলনা করা যায় না। গৌতম চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে, রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে। উনি স্বীকার করেছেন ভুলবশত, আবেগে তিনি এই কথা বলে ফেলেছেন। এই ব্যাপারে তাঁকে সতর্ক করা হয়েছে। আগামী দিন যাতে এমন মন্তব্য না করা হয় সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

{ads}

news Gautam Chowdhury Trinamool Congress Howrah সংবাদ

Last Updated :