শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'এ খেলা চলছে নিরন্তর'। গোষ্ঠীকোন্দল বা রাজনৈতিক কারণ বা ব্যক্তিগত কারণ - কারণ যাই হোক না কেন, বাংলায় তৃণমূল কর্মীর খুনও অব্যাহত আছে। কোচবিহারের (Cooch Behar) পানিশালার হাওড়াহাট এলাকায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।
{link}
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ মালাকার। তিনি তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। তাঁর জমিতে ধান কাটার কাজ পেয়েছিলেন এক বিজেপি কর্মী। মোট ৬ হাজার টাকার বিনিময়ে কাজের কথা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই নাকি টাকা চায় ওই বিজেপি কর্মী।
{link}
এদিকে সুবোধ জানান, কাজ না শেষ হলে টাকা হবে না। এতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, এরপরই সুবোধকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু নিছক জমি বিবাদেই খুন নাকি নেপথ্যে রাজনৈতিক টানাপোড়েন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। যদিও অভিযুক্তের বিজেপি যোগ মানতে নারাজ পদ্মশিবির।
{ads}